নমস্কার,
আমি প্রীতম নস্কর। "বাংলার গল্প" ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। পেশায় ও কর্মসূত্রে আমার
একমাত্র সঙ্গী কম্পিউটার। অন্যদের মতো আমারও ঘোরাঘুরির তীব্র নেশা। তাই, সুযোগ পেলেই বেড়িয়ে পড়ি। তবে
এক্ষেত্রে বেশিরভাগ ভ্রমণই হয় একাকী, অনেকটা ভবঘুরে গোছের। আর ছবি তুলতে ভালোবাসি, সঙ্গী বলতে আমার ওই মোবাইল।
তবে এসবের বাইরেও আমার আর এক নেশা রয়েছে, তা হল ইতিহাস কে নিয়ে। ইতিহাস অর্থাৎ
অতীত। কি ঘটেছিল? কবে ঘটেছিল? কেনই বা ঘটেছিল? এইসব কৌতুহল নিবারণের জন্যই বিভিন্ন
বইপত্র ঘাঁটার সূত্রপাত। ইতিহাস – ভ্রমণ – ছবি তোলা এই হল আমার পরিধি।
২০২০ সালে “বাংলার গল্প” নামে আমি আমার নিজের ব্যক্তিগত ব্লগ চালু করি। মূলত বাংলার ইতিহাস–স্থাপত্য–ভ্রমণ–ফটোগ্রাফি এই নিয়ে শুরু। লক্ষ্য ছিল বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের ফেলে আসা ইতিহাস কে তুলে ধরা। স্থাপত্য থেকে শুরু করে বাংলার ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধন। সময়ের তাগিদে যা মানুষ ভুলতে বসেছে সেগুলোই ইতিহাসের পাতা থেকে তুলে এনে একত্রীকরণ করা। কখনো মন্দির তো কখনো মসজিদ, কিমবা গির্জা। বাংলার রাজপ্রাসাদ থেকে কলোনিয়াল স্থাপত্যে কলকাতা। গ্রামবাংলার পথঘাট থেকে শহুরে রাস্তার অলিগলি। তথ্যসমৃদ্ধ এই ব্লগটি এক কথায় আমার সন্তান। তিলে তিলে যেমন সন্তান লালন পালন হয় ঠিক তেমনি ব্লগের সম্পূর্ণটাই একা হাতে গড়ে তোলা। প্রথমটা খানিকটা ঝোঁকের বসেই ব্লগটি তৈরি করলেও এখন তা একপ্রকার নেশা হয়ে দাঁড়িয়েছে। না জানাকে জানার, না চেনাকে চেনার কৌতূহল যদ্দিন থাকবে, যদ্দিন মনের ভেতরে এই ভ্রমণের ইচ্ছা বহাল থাকবে, তদ্দিন এই "বাংলার ব্লগ" চলতে থাকবে.........
ডিজিটাল মাধ্যম ছাড়াও দু'মলাটের মধ্যে লিখেছি একটি গ্রন্থ ও বিভিন্ন প্রবন্ধ। "উত্তর হাওড়ার সেকাল-একাল"... ক্ষেত্রসমীক্ষা ১৮৭৩, ১৯০৮ ও ২০২২ - গবেষণামূলক এই গ্রন্থটি আমি ও হাওড়া গবেষক কল্যাণ দাস মহাশয়ের যৌথ
কাজ। "হাওড়া চর্চা" একটি অর্ধবার্ষিক পত্রিকার সহ সম্পাদক। সম্প্রতি "ভোটবাগান মঠ" -কে নিয়ে প্রায় ৪৫০ পৃষ্ঠার একটি গবেষণা পত্রিকা। এছাড়াও "তারাপদ সাঁতরা স্মারকগ্রন্থ" বইটিতে একটি দীর্ঘ প্রবন্ধ "ভোটবাগান মঠ -
একটি পুরাতাত্ত্বিক
নিরীক্ষণ ও ক্ষেত্র সমীক্ষা"।
উত্তর হাওড়ার সেকাল-একাল –
বিষয়বস্তু – ১৮৭৩, ১৯০৮ ও ২০২২-এ দাঁড়িয়ে উত্তর হাওড়ার আর্থ-সামাজিক পরিবর্তনের দিকগুলি। থ্যাকারস, স্পিংকস & কো. -র টিঁকে থাকা ডাইরেক্টরিগুলি থেকে পাওয়া যায় ১৮৭৩ - ১৯০৮ খ্রি.-র অর্থনৈতিক তাৎপর্য সম্পন্ন নানা তথ্য, যেখান থেকে হাওড়া জেলার সেই সময়কার আর্থ-সামাজিক দিকগুলি উঠে আসে। এ প্রাপ্ত তথ্যগুলি ক্ষেত্রসমীক্ষার এক আশ্চর্য বিবরণ। আজ এগুলি ক্ষেত্রসমীক্ষার প্রামাণিক তথ্য বিবেচিত। বাণিজ্যিক লাভের জন্য তাঁরা এই সংকলনগুলি করেছিলেন। আর আজ ২০২২, এই দীর্ঘ ১৪৯ বছরে মানুষের জীবনধারা, শিল্পের কাঠামোগত অগ্রগতি, রাস্তাঘাট এসবের আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। এই পুস্তকে ইতিপূর্বে অনালোচিত নথিপত্র/তথ্য যাচাই করে বর্তমান ক্ষেত্রসমীক্ষার সঙ্গে যোগসূত্র ঘটানো হয়েছে, অতীতে কী ছিল আর এখন কী হয়েছে।
সেকালের ও একালের পরিকাঠামো, পৌর পরিষেবা, শিল্প, ব্যবসাবাণিজ্য, ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, বাজারহাট, খেলার মাঠ, পুকুর, দোকানপাট, এমনকি রাস্তাঘাটের নামকরণ, ইতিহাস ও তাদের পরিবর্তনের সাথে রয়েছে উত্তর হাওড়ার ঘাটগুলির সমীক্ষা।
- প্রকাশক
– আমাদের পাঠশালা (যোগাযোগ – ৯৮৩০৬৬৮১৮১)। অথবা, (প্রীতম নস্কর - ৮৭৭৭০৬০৬৩৭)
- পরিবেশক – অক্ষর প্রকাশনী (১৮এ টেমার লেন, কলেজ স্ট্রিট । ৯৮৭৪৮৪৩৮৬৭)
![]() |
উত্তর হাওড়ার সেকাল-একাল |
![]() |
ভোটবাগান - হাওড়া চর্চা |
ভোটবাগান মঠ একটি পুরাতাত্ত্বিক নিরীক্ষণ ও ক্ষেত্রসমীক্ষা –
বিষয়বস্তু – ভোটবাগান মঠের ইতিহাস, দশনামী সন্ন্যাসী পুরাণ গিরি ছয়টি তিব্বতি মূর্তির আলোচনা (ছবি সহ), মঠের মোহান্তের পরিবর্তন, সমাধিসৌধগুলি চিহ্নিতকরণ, শিলালিপি পাঠোদ্ধার, মামলা-মোকদ্দমা, সম্পত্তির বিয়োজন, মঠের বর্তমান অবস্থা – সংস্কার – জমিজমা, মঠের জমিতে গড়ে ওঠা কারখানাগুলি, মঠের পরিচালকমণ্ডলী, পুজো পার্বণ, মঠের একটি ত্রিমাত্রিক মানচিত্র, পুরাণ পুরি ও পুরাণ গিরি যে আদতে পৃথক সন্ন্যাসী তার বিস্তারিত আলোচনা।
- প্রকাশক – কল্যাণ দাস (যোগাযোগ – ৯৮৩০৬৬৮১৮১)।
- প্রীতম নস্কর - ৮৭৭৭০৬০৬৩৭।
- ** ব্লগে সবরকম মন্তব্য স্বাগত। বিনা দ্বিধায় কোন পোস্ট অথবা ব্লগ সম্বন্ধে মতামত বা পরামর্শ জানাতে পারেন, এর ফলে ব্লগটি আপনাদের কাছে আরও সুন্দরভাবে পরিবেশন করতে পারব। তবে মনে রাখবেন রাজনৈতিক, জাতি ও ধর্মবিদ্বেষমূলক মন্তব্য এখানে প্রকাশ করা হয় না। এছাড়াও ব্লগ সম্বন্ধে যদি কোন প্রশ্ন বা পরামর্শ থাকে, তাহলে আমায় মেল করতে পারেন আমার অফিসিয়াল ই-মেল আইডিতে অথবা ব্লগের সাইডবারে থাকা কন্ট্যাক্ট ফর্মটিতে।
- ** ব্লগের যাবতীয় রচনা ও আলোকচিত্রগুলির স্বত্ব আমার। তথ্যের খাতিরে ব্লগের কিছু কিছু ছবি অন্যান্য ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, অবাণিজ্যিকভাবে ব্যবহার করা সেইসব ছবিগুলির স্বত্ব সেই সমস্থ ওয়েবসাইট কর্তৃক সংরক্ষিত।
- **ব্লগটি ভালো লেগে থাকলে ব্লগের লিঙ্ক শেয়ার করতে পারেন, তবে পূর্বানুমতি ছাড়া আমার তোলা আলোকচিত্রগুলি এবং ব্লগের রচনাগুলি অন্য কোথাও কপি-পেস্ট বা বাণিজ্যিক ভাবে ব্যবহার করা চলবে না।
প্রীতম নস্কর
(যোগাযোগ / হোয়াটসঅ্যাপ - ৮৭৭৭০৬০৬৩৭)
![]() |
হাওড়া চর্চা - ১ম সংখ্যা |
![]() |
হাওড়া চর্চা - ২য় সংখ্য |
Comments
Post a Comment