Around KOLKATA

কলকাতা ও হাওড়ার ইতিহাস... স্থাপত্য... হেরিটেজ ভবন  ।।  Stories from KOLKATA & HOWRAH

কলকাতা ও হাওড়া, গঙ্গা বা হুগলী নদীর তীরে অবস্থিত দুই শহর। একটি নদীর এই পাড়ে তো অন্যটি নদীর ওই পাড়ে। সময়ের দিক থেকে বিচার করলে প্রায় একই সময়ে গড়ে ওঠে এই দুই শহর। একদিকে ব্রিটিশ শাসনব্যবস্থার ঘাঁটি হিসাবে পরিচিত কলকাতা অন্যদিকে ব্রিটিশদেরই হাতে গড়ে ওঠা শিল্পাঞ্চলের জন্য প্রসিদ্ধ হাওড়া। এই দুই শহরেরই আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বাংলার ইতিহাসের গল্প -   



 

Comments